লিখেছেন: কবিয়াল নূর
পূর্বপর্তী পর্বগুলো দেখুন এখানে- পর্ব-১
ছিট মহল
১. ভারতের ভিতরে বাংলাদেশী ছিটমহল-৫১ টি ।
২. বাংলাদেশের ভিতরে ভারতীয় ছিটমহল-১১১টি।
৩. ভারতের ছিটমহল সমূহ বাংলাদেশের যেসব জেলায় অবস্থিত- কুড়িগ্রাম,
লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী।( মনে রাখুন এভাবে-লাল নীল রং
মিলে প্রায় পঞ্চ(পাঁচ) কিংবা কুড়ি
গ্রাম হবে।)
৪. দহগ্রাম-আঙ্গুরপোতা লালমিনরহাট ছিটমহল:
দহগ্রাম-আঙ্গুরপোতা লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ছিটমহল। ছিটমহলটির
আয়তন ৩৫ বর্গমাইল। এই ছিটমহলের সাথে যোগাযোগের জন্য ’তিন বিঘা করিডোর’ ব্যবহৃত
হয়। ১৯৯২ সালের ২৬ জুন ভারত –বাঙলাদেশের জন্য তিনবিঘা করিডোর’ খুলে দেয়।
তিস্তা নদীর তীরে অবস্থিত তিনবিঘা রিডোরের মাপ ১৭৮ মিটার×৮৫ মিটার।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর :
১. ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল গুলো কোন অঞ্চলে অবস্থিত-কুচবিহার।
২. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?- লালমনিরহাট ( কুড়িগ্রাম,
পঞ্চগড়, নীলফামারী)
৩. আঙ্গরপোতা ও দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট।
৪. বাংলাদেশের ভিতরে ভারতের কতগুলো ছিটমহল আছে?- ১১১টি।
৫. তিনবিঘা করিডোরে র আয়তন কত?- ১৭৮ মিটার× ৮৫ মিটার।
সবাইকে ধন্যবাদ। আজকের পর্ব এখানেই শেষ করলাম। ইনশাল্লাহ আল্লাহর রহমতে
সুস্থ থাকলে পরবর্তী পর্বে বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব । সবাই ভাল থাকুন। মহান
আল্লাহর সন্তুষ্টি লাভে কেউ যদি ছিন্নমূল শিশুদের জন্য কিছু করতে চান তাহলে ক্লিক করুন এখানে। আপনার পরামর্শ থাকলে ইমেইল করুন: email: volunteer.alorjhilik@gmail.com ।আল্লাহ হাফেজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন