সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১২

সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলী(বাংলাদেশ পরিচিতি):পর্ব-১


 লিখেছেন: কবিয়াল নূর
  অবস্থান: দক্ষিণ এশিয়ার একটি দেশ।
আয়তন:১,৪৭,৫৭০ বর্গ কি.মি. বা ৫৬,৯৭৭ বর্গমাইল। আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৯৩ তম।
বাংলাদেশের সর্বমোট সীমারেখা:৪৭১২ কিমি(সূত্র:মাধ্যমিক ভূগোল), ৫১৩৮কি.মি.(সূত্র: বাংলাদেশ রাইফেলস)
বাংলাদেশের সর্বমোট স্থল সীমা: ৩৯৯৫ কিমি (সূত্র:মাধ্যমিক ভূগোল), ৪৪২৭ কি.মি.(সূত্র: বাংলাদেশ রাইফেলস)
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা: ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪ কি.মি.
বাংলাদেশের  রাজনৈতিক সীমা: ১২ নটিক্যাল মাইল ।
বাংলাদেশের সাথে দুটি দেশের সীমানা আছে: ভারত এবং মিয়ানমার।
বাংলাদেশের সীমানাবর্তী জেলা: ৩২ টি।
ভারত ও মিয়ানমার উভয়দেশের সীমানাবর্তী বাংলাদেশের জেলা: রাঙামাটি।
মিয়ানমারের সীমানাবর্তী বাংলাদেমের জেলা: ৩ টি।( রাঙামাটি. বান্দরবন ও কক্সবাজার)
ভারতের সীমানাবর্তী বাংলাদেশের জেলা: ৩০ টি।
বাংলাদেশের সীমানাবর্তী ভারতের রাজ্য ৫ টি: ১.পশ্চিমবঙ্গ  ২. মেঘালয় ৩.আসাম ৪. ত্রিপুরা ৫. মিজোরাম
বাংরাদেশের সীমানাবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জেলা: ৯ টি।

   বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর:
(এখানে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশ্নোত্তর গুলো তথ্য আকারে তুলে ধরা হল।যেন পরীক্ষার্থীরা প্রশ্নের গুরুত্ব বুঝতে পারে সহজেই। তবে বিভিন্ন পরীক্ষার নাম অনুল্লেখ থাকল)
১. বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গমাইল।
২. বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল?- ৫৬৫০১ বর্গমাইল।
৩. বাংলাদেশের উত্তরে অবস্থিত? পশ্চিমবঙ্গ, মেঘালয় , আসাম।
৪. বাংলাদেশের মোট সীমারেখার পরিমাপ কত? ৫১৩৮ কি.মি.।
৫. বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য: - ৪৭১৯ কি.মি।
৬.বাংলাদেশের মোট সমুদ্র উপকুলের দৈর্ঘ্য কত? ৭১৫ কি.মি.
৭. বাংলাদেশের সমুদ্র উপকুলের দৈর্ঘ্য কত?- ৪৪৫ মাইল(৭১৬ কিলোমিটার= ৭১৬*০.৬২১)মাইল= ৪৪৪.৬ মাইল।
৮. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? ১২।
৯. উপকুল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?- ২০০ নটিক্যাল মাইল।
১০. বাংলাদেশের সাথে কয়টি দেশের রাজনৈতিক সীমা রয়েছে?- ২ টি।
১১. যে দুটি দেশের সাতে বাংলাদেশের সীমা রয়েছে সে দুটির নাম কি? ভারত , মায়ানমার।
১২. ভারতের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য ৩৭১৫ কিলোমিটার।
১৩ মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার।
১৪. বাংলাদেশের সাথে কোন দেশের Maritime boundary বিদ্যমান আছে?মিয়ানমার।
১৫. বাংলাদেশের সীমানাবর্তী ভারতীয় রাজ্য কয়টি?- ৩০ টি।
১৬. বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই? বান্দরবান।
১৭. কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়?-রংপুর।
১৮. ভারতের কোন প্রদেশটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়?- মনিপুর।
১৯. সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?- মেঘালয়।
২০. মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অবস্থিত? দক্ষিণ পূর্ব।
২১.বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত?-রাঙ্গামাটি।
২২. বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা আছে?- রাঙ্গামাটি।
আজকের পর্ব এখানেই শেষ করলাম। আল্লাহর রহমতে সুস্থ থাকলে দ্বিতীয় পর্বে বাংলাদেশের ছিটমহল নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।থাকুন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভে কেউ যদি ছিন্নমূল শিশুদের জন্য কিছু করতে চান তাহলে ক্লিক করুন এখানে আপনার কোন পরামর্শ থাকলে ইমেইল করুন: email: volunteer.alorjhilik@gmail.com  
  দ্বিতীয় পর্ব দেখুন> বাংলাদেশের ছিটমহল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন