শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

বিসিএস প্রস্তুতি(বাংলা):কবি-সাহিত্যিকদের পরিচিতি:পর্ব-১


লেখাটি পোস্ট করেছেন: মো: এরশাদ আলী
আখতারুজ্জামান ইলিয়াস : (১৯৪৩-১৯৯৭) কথাসাহিত্যিক পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস জন্ম ১২ ফেব্রুয়ারী গাইবান্ধায়
তার উল্লেখযোগ্য রচনা : আন্যঘরে অন্যস্বর (১৯৭৬), খোয়ারী (১৯৮২), দুধেভাতে উত্পাত (১৯৮৫), চিলেকোঠার সেপাই (১৯৮৭)
দোযখের ওম (১৯৮৯), খোয়াবনামা (১৯৯৬), সংস্কৃতির ভাঙা সেতু ইত্যাদি তিনি ১৯৮২ সালে বাংলা একাডেমী পুরস্কার পান খোয়াবনামা
উপন্যাসের জন্য সাদত আলী আখন্দ পুরস্কার (১৯৯৫)ও কলকাতার আনন্দ পুরস্কার (১৯৯৬) লাভ করেন মৃত্যুবরণ করেন ১৯৯৭ সালের ৪ জানুয়ারী ঢাকায়

আনোয়ার পাশা : (১৯২৮-১৯৭১) বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সাহিত্যিক জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তার রচনাবলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : নদী নি:শেষিত হলে (১৯৬৩), রবীন্দ্র ছোটগল্প সমীক্ষা (২ খন্ড ১৯৬৩, ১৯৭৩)নীড় সন্ধানী (১৯৬৮), নিশুতি রাতের গাথা (১৯৬৮), সাহিত্যশিল্পী আবুল ফজল (১৯৬৮),নিরুপায় হরিণী (১৯৭০), রোটি- রাইফেল-আওরাত (১৯৭৩), সমুদ্র শঙ্খলতা উজ্জয়িনী ও অন্যান্য কবিতা (১৯৭৪) ইত্যাদি তার রোটি- রাইফেল-আওরাত (১৯৭৩) মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী আল বদরের একটি দল তাকে হত্যা করে

আব্দুল করিম (সাহিত্যবিশারদ)(১৮৭১-১৯৫৩): সাহিত্যিক, বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা এবং প্রাচীন বাংলা পুঁথির সংগ্রাহক ও ব্যাখ্যাকার জন্ম চট্টগ্রামে তার উল্লেখযোগ্য রচনা হচ্ছে ইসলামাবাদ ও আরাকান রাজসভায় বাংলা সাহিত্য (মুহম্মদ এনামুল হকের সাথে যৌথভাবে)
নদীয়া সাহিত্য সভা তাকে সাহিত্য সাগর এবং চট্টল ধর্মমন্ডল সাহিত্যবিশারদ উপাধিতে ভূষিত করে

আবদুল কাদির : (১৯০৬-১৯৮৪) কবি, প্রাবন্ধিক, সম্পাদক জন্ম ১৯০৬ সালে ১ জুন কুমিল্লায় সম্পাদনা করেছেন সওগাত ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র শিখার (১৯২৭) প্রকাশক ও লেখক সম্পাদনা ও প্রকাশ করেন মাসিক জয়তী (১৯৩০-১৯৩৩) এছাড়া সাপ্তাহিক নবশক্তি (১৯৩৪), যুগান্তর (১৯৩৮), দৈনিক নবযুগ (১৯৪১), ভারত সরকারের প্রচার বিভাগের সাপ্তহিক মুখপত্র বাংলার কথা, সাপ্তাহিক মোহাম্মদী (১৯৪৬) এবং সাপ্তাহিক পয়গম (১৯৪৭-১৯৫২) পত্রিকায়ও তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন ১৯৫২ সালে ঢাকায় এসে তিনি মাসিক মাহে নও সম্পাদনা করেন
তাঁর কয়েকটি কবিতা ও প্রবন্ধের বই হলো : দিলরুব (১৯৩৩),উত্তর বসন্ত (১৯৬৭), কবি নজরুল (১৯৭০), ছন্দসমীক্ষণ (১৯৭৯), কাজী আবদুল ওদুদ (১৯৭৬), বাংলা ছন্দের ইতিবৃত্ত (১৯৮৫), যুগকবি নজরুল (১৯৮৬)ইত্যাদি এছাড়া সম্পাদনা করেছেন কাব্যমালঞ্চ(১৯৪৫), এয়াকুব আলী চৌধুরী রচনাবলী (১৯৬৩), নজরুল রচনাবলী (১৯৬৬-১৯৮৪), শিরাজী রচনাবলী (১৯৬৭), কাজী ইমদাদুল হক রচনাবলী (১৯৬৮), আবুল হোসেন রচনাবলী (১৯৬৮), লু্ত্ফর রহমান রচনাবলী (১ম খন্ড, ১৯৭২), রোকেয়া রচনাবলী (১৯৭৩), বাংলা সনেট (১৯৭৪) ইত্যাদি স্বীকৃতিস্বরুপ তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৬৩), আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৭), একুশে পদক (১৯৭৬), নজরুল একাডেমী স্বর্ণপদক (১৯৭৭), কুমিল্লা ফাউন্ডেশন পদক (১৯৭৭),মোহাম্মদ নাসিরউদ্দীন স্বর্ণপদক (১৯৭৭) ও মুক্তধারা পুরস্কার লাভ করেন ১৯৮৪ সালের ১৯ ডিসেম্বর ঢাকায় তাঁর মৃত্যু হয়

আবদুল হাকিম : (১৬২০-১৬৯০) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন কবি নোয়াখালী জেলার বাবুপুর (মতান্তরে সন্দ্বীপের সুধারাম) ছিল কবির আবাসভূমি তিনি মূলত প্রণয়োপাখ্যানের কবি ছিলেন এ যাবত তার পাঁচটি গ্রন্থ পাওয়া গেছে : ইউসুফ-জুলেখা, নূরনামা, দুররে মজলিশ, লালমোতি সয়ফুলমূলক এবং হানিফার লড়াই 'যেসব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানি ' বাংলা ভাষার প্রতি এরুপ শ্রদ্ধাপূর্ণ বক্তব্যের জন্য কবির নূরনামা কাব্য বিশেষভাবে প্রশংসিত ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন